পৃথিবী আজ অবরুদ্ধ, স্তব্ধ!
মানুষ গৃহ বন্দি, আবদ্ধ।
পৃথিবী গতিহীন, শান্ত এমন!
যদিও নিজ কক্ষ পথে করে চলেছে পরিক্রমণ।
সূর্যের চারিপাশে; পশ্চিম থেকে পূর্বে অবিরত।
তবে কিসের কারনে প্রকৃতি করছে বিরত?
মানুষ আজ স্তম্ভিত, কিছু মানুষেরই ভুলে
দাড়িয়ে আছে নিজ হাতে আবিষ্কৃত মারণাস্ত্র শূলে!
দেবতা আজ গর্ভগৃহে বসে আছে একা একা-
যে মানুষ দিত পুষ্পাঞ্জলি, আজ তাদের হাত ফাঁকা-
বাহরে মানুষ! কর সৃষ্টি, অনাসৃষ্টি
হতনা এমন দিন, থাকলে দূরদৃষ্টি!