করার আগে কোন কাজ ভেবো শতবার ,
নইলে পরে জীবনটা হবে জেরবার,
জীবনের কোন ক্ষণে ছোট্ট একটি ভুল,
দিতে হবে তার বৃহৎ মাশুল ,
ভুলের পরে অর্থহীন- কিন্তু, পরন্তু -
ভুলের মাশুল গুনতে হবে আমৃত্যু
যদি এটা হত, ওটা হত বলা সব বৃথা,
বসে বসে দেখতে হবে শুধু পৃথা ,
ভুলের ভরের বেশি ভার ,
তাই ভুল করোনা তুমি আর ।