টিয়া পাখি, টিয়া পাখি এস আমার কাছে ৷
খেতে দেব তোমায় আমি, লঙ্কা ছোলা আছে ৷৷
এই না বলে টিয়াপাখি, সোনার মাথায় এসে বসে৷
ওমনি সোনা উল্লাসে খিলখিলিয়ে হাসে৷৷
টিয়া বলে ও সোনা, চাঁদের কণা, আমার পুকপুকি-
খেলব আমি তোমার সাথে লুকোচুরি- টুকি ।
তুমি বল পুকপুকি, বাবা তুনতুনি -
মা বলে ছনতুমনু ,কত যে নাম গুনি।
টিয়া বলে , ছোট্ট তুমি, পুচকি তুমি তাই এত নাম।
অর্থ খুঁজোনা এর ,এসব ভালোবাসারই দাম।।
দুষ্টু , মিষ্টি সোনা আমার, মিষ্টি তোমার হাসি।
আসব আবার কালকে আমি, এখন তবে আসি।।