আমি থাকব চুপ,হয়ে নিশ্চুপ -
মেনে নেব হার ।
কেবল সঠিক সময় আসিলে-
করব আমি প্রহার ।
আমি থাকব ধীর ,স্থির -
হয়ে বধির,
কেবল সঠিক সময় আসিলে,
ধরব তরবারি, হব বীর ।
আমি থাকব অন্ধ, করে চোখ বন্ধ -
দেখেও দেখবোনা কিছু মন্দ,
কেবল সঠিক সময় আসিলে,
খুলব তৃতীয় নেত্র,
করে তুলব কুরুক্ষেত্র, হাতে ধরব ত্রিশূল,
পতিত করব জীবনের যত ভুল।
আমি থাকব নরম, শান্ত, স্থিত,
কিন্তু সময় আসিলে এই আমিই হব বিস্ফোরিত ।
আমার অন্তরে আছে সূর্য, আবার সমুদ্র প্রবাহমান,
আছে আবেগ, ভালোবাসা ,সম্মান ।
অবস্থার রূপান্তর এত হয়না অনায়াসে ।
যদি হয়, জেনো নিয়ে যাবে তা বিনাশে ।।