সন্ধ্যা এল, ঝাপসা কেমন চারদিক
শীতকাতুরে জুবুথুবুর দেশটা
ডিসেম্বরের পারদ টা তো নামবেই
করবি কবে গল্পের সেই শেষটা?


কুয়াশা রোজ জড়িয়ে ধরে ঘাসকে,
শিশির কেমন ভেজায় যে তার মনটা-
থাকবি নাকি লেপের নরম আদরে?
দুলিয়ে বেণী নামিয়ে মাথার ঘোমটা।


এই তো সেদিন ফুচকা খাওয়ার বায়না
ছুটির মজায় পার্কস্ট্রিটে তে খ্রীষ্টমাস,
কলেজ কেটে ম্যানেজ করে আয়না
ভিক্টোরিয়ার ঝোপে ঝাড়ে ফিসফাস।


আজ যে ব্ড় বোকার মতো চুপচাপ-
মন খারাপের নতুন কোনো ফন্দি?
চাদর টেনে চুমোয় ভরি তোর মুখ,
আলসেমির এই এক ফ্রেমেতে বন্দি।


দেখ না চেয়ে রাত্রি হবে এরপর
ঝিঁঝিঁর ডাকে মুখর হবে গল্প,
উষ্ণতাতে জড়িয়ে নেব তোর সুখ
সেই আদরে রাত টা হবে অল্প।।