যেদিন আমায় সত্যি যাবে ভুলে
একটার পর একটা গোলাপ সাজিয়ে দেবো তুলে
প্রথ্ম দেখা প্রথ্ম ছোঁওয়া
প্রথ্ম যেদিন চুমু খাওয়া
প্রথ্ম লেখা চিঠির ক্থা
দেখবো পাতা খুলে...
যেদিন আমায় সত্যি যাবে ভুলে।


যেদিন আমায় সত্যি যাবে ভুলে,
ভরিয়ে দেব সব অভিমান,স্মৃতির অশ্রুজলে
ছোট ছোট সুখের ক্থা
ভরবে জলে চোখের পাতা
দুঃখের মাঝে পড়বে ঢলে ঢলে...
সেদিন আমায় সত্যি যাবে ভুলে---


যেদিন আমায় সত্যি যাবে ভুলে-
মনে রেখো আকাশ সমান
ভালোবাসার আদান প্রদান
এক নিমেষে মিথ্যা হবার ছলে...
যা কিছু মোর সণ্চিত ধন
উজাড় করি এ প্রাণমন
নিঃস্ব হব দিল দরিয়ার কুলে...
সেদিন আমায় সত্যি যেও ভুলে-


যেদিন আমায় সত্যি যাবে ভুলে-
ভাবব বসে কী গৌরবে
জড়িয়ে দিলে এ সৌরভে
হঠাত ই বা পড়ল কিসে টান-
মনের মাঝে যতনে সাজি
রবি ঠাকুর উঠবে বাজি
জড়িয়ে ধরে সাধের গীতবিতান-
সপ্তসুর বেসুর হবে
পদ্যে যে তার ছন্দ যাবে
সেতারে বাঁধা তারটি যাবে খুলে
যেদিন তুমি সত্যি যাবে ভুলে---


যেদিন আমায় সত্যি যাবে ভুলে-
আভাস খানিক দিয়ে রেখো
যেখানে থাকো সুখেই থেকো
মনের বাঁধন হবে যে তায় দিতে
বাঁধতে হবে চোখেতে বাঁধ
যুঝতে হবে মনের বিবাদ
যতই থাকো আমায় অবহেলে...
নিঃস্ব হবো, রিক্ত হবো
খেয়াল খুশীর র্ং হারাবো...
সুখের পরে দুঃখটাই তো মেলে
হাসিমুখেই সেদিন যেও ভুলে।।