হঠাত্ মন কেমন করা দুপুরটা
কিম্বা আস্ত একটা রাত্রির ফিসফাস
কোলবালিশে মুখ গুজে এদিক ওদিক আড়ামোড়া।
ভাব্না গুলো রং ছুয়েছে একের পর এক-
তুলি গুলো এঁকে চলেছে বেনিয়মের আঁকিবুকি।


বেশ তো! অদ্ভুত এক রহ্স্য আছে ছবি জুড়ে
কিন্তু মনটা তো পড়েই আছে তোর দিকে
তুই কি এখন ও ছবি আঁকিস?
ব্যালকনিতে চুল বাঁধিস?
তোর জন্য এখনও জানালাটা খোলা রাখি।


মেঘ করেছে, বৃষ্টি আসে মন জুড়ে-
সব ভুলেছি দুঃখ সুখের সেই ঝড়ে।
ঢেঊয়ের মত ঢেউ ছুটেছে বুক ভরে-
আসবি কখন রাখবি নরম আদরে।


রং গুলো যে ধুয়েই যাবে বৃষ্টিতে
মন চেয়েছে তোর মত মুখ সৃষ্টিতে
বুঝছি এবার ছবির ভাষা- চোখ টিপে-
তাকিয়ে আছিস ক্যানভাসের ঐ দৃষ্টিতে।।