ঝলমলে রোদ্দুর-
উড়ে গেল এক ঝাঁক পায়রা
না, কোনো অজানার খোঁজে নয়
এ যেন ওদের ও মর্নিং-ওয়াক
চেনা পথ, চেনা সময়,-ঘড়ি ধরে মাপা
যেমনটি আমাদের--
কিন্ত তাও সব বদলে যায়।
চেনা মুখ, চেনা সুখ, মিলিয়ে যায় গহীন পানে
উজ্জ্বল কপোতের দল অসীমের মাঝে যেইখানে--


কোথাও ওদের হারিয়ে যেতে নেই মানা।
না, শুধু মনে নয়,
ডানায় ভর করে ওরা শরীরে শরীর মেলাতে জানে।
কপোতের বুকে ওই কত সুখে কপোতি ঘুমায়...
আমাদের শুধু শূণ্য ধরে টানাটানি
এক এর পাশে কে কতগুলো শূণ্য বসাবে,
চোখাচোখি, কানাকানি
কিছু আছে লুকোচুরি কিছু বা জানাজানি।


এভাবেই পাড়ি দেয় আমাদের সময়ের উড়ান
না, টিক্ টিক সময়টা বয়ে যায় নয়--
জেট গতিতে ছুটেছি কিম্বা হাউই-
দিনের পরে মাস তারপরে বছরগুলো-
কালো কখন হয় সাদা, মাঝে আবার
সবুজ বদলে গেরুয়া ও হতে পারে।
কপোত কপোতী ফিরবে আপন কুলায়
সন্ধ্যার রক্তিম আভা মেখে--
কিন্তু তুমি বা আমি কেউ আর ফিরব না, এভাবে
এই জীবন পেরিয়ে গেলে...........।