স্বপ্নের সুখে, মেঘনীল চোখে
দেখেছি তারে যে দেখেছি।
বনলতা নয়, রঞ্জনা নয়-
লিওনারদোর মোনালিসা নয়-
বিশু পাগলের নন্দিনি ভেবে
রক্তকরবী খুঁজেছি।।


তুলি আঁকা ভ্রু, নেশাতুর চোখ,
হাসিমাখা মুখে রক্তিম ঠোঁট।
এক আকাশ বুকে, পিয়াসির সুখে
রামধনু রং মেখেছি।।


বৈশাখী ঝড়ে, আষাঢ়ের ধারা
সঞ্চিত বুকে গোবি, সাহারা-রা
শ্রাবণের ঘন বরিষণ শেষে
বসন্ত- বাহার সেধেছি।।


চিরসখা তোরে, রাখি নিজ ক'রে
যক্ষপুরীর সিংহদুয়ারে
মন দিয়ে মন বেঁধেছি।।


বিশু পাগলের নন্দিনি ভেবে
রক্তকরবী খুঁজেছি।।