আগুন শুধু আজ আগুন চাই,
আগুন শুধু আজ আগুন চাই,
শীতের শুরুতে মন আজ উথাল পাথাল-
চিকন আলোর রোশনাই আর ফুরফুরে হাওয়ার শিহরণে
আগুন শুধু আজ আগুন চাই,
মন ছুটতে চাইছে ওই ঝোপঝাড় গুলোর পেছনে
যেগুলি শুধু শুধুই নড়ে ওঠে শীতের প্রচণ্ড দুপুরে।
যেগুলিতে শুধুই শরীরের আঘ্রাণ, মাখামাখি প্রেম,
অবুঝ ভালবাসার আলিঙ্গন কিম্বা
অবৈধ না পাওয়ার প্রথম চুমু।
আগুন শুধু আজ আগুন চাই,
ছুঁতে চাই সেই উষ্ণতা, লেপের আদরে
ছুঁতে চাই সেই উষ্ণতা, সন্ধ্যার চাদরে
ক্যাফেতেরিয়ায়, সিনেমা হলের শেষ কোণে
লিপলক, কিম্বা হাতে হাত কোনো নির্জনে।
আগুন শুধু আজ আগুন চাই,
আগুন চাই এই বুকে
আগুন চাই আজ তোর সুখে,
আগুন হোক আজ দাবানলসম
আগুন হোক লাল টুকটুকে।
এই আগুন তুই করবি ছাই।
এই শীতে তাই তোকেই চাই।
আগুন শুধু আজ আগুন চাই।
আগুন শুধু আজ আগুন চাই।।