ঐক‍্যের বাণীতো গেয়েছি অনেক
তবু ঐক‍্য এসেছে কোথায় ?
যুদ্ধতো করেছি অনেক
তবু শান্তি এসেছে কোথায়?
ভয়তো দেখিয়েছি অনেক
তবু ভিতু পায় কোথায়?


অস্ত্র বানিয়েছি আমি
শহর ধংস করিতে।
মুখে ঐক‍্যের বাণী গেয়েছি
শহরে শান্তি ফিরাইতে।


অনেক জাতি পৃথিবীতে এসেছে
তবু কী আগের জাতি বিলুপ্ত হয়েছে ?
অনেক যুদ্ধ দেশে দেশে হয়েছে
তবু কত দেশ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে?
শুধু ভেঙ্গেছি মোরা সীমান্তের রেখা
নিভিয়েছি কত মায়ের বুকের আলোর শিখা।



তবে কী ঐক্যের বাণী ভুলে যাবে?
নাকি অস্ত্র বানানো বন্ধ হবে?
নাকি কোনো জাতি পৃথিবী থাকে বিলুপ্ত হবে?
নাকি মানুষ যুদ্ধ করতে ভুলে যাবে ?


তবেকি মোরা চলতে পারিনা এক সাথেতে ?
যদি নাইবা পারি চলতে সাথে
বাড়াবো কেন শত্রুতাতে?
আমি নাইবা মিলবো ওদের সাথে ।