সাগরের সাথে সাগর দেখেছি
পাহাড়ের সাথে পাহাড়।
মানুষের সাথে মানুষ দেখেছি
তবু মানবতা হাহাকার।


বাতাসের সাথে বাতাস দেখেছি
মানেনি দেশের সীমানা।
আমরা সবাই শিক্ষিত হয়েছি
তাই সীমান্তে দিয়েছি হানা।


স্বর্গের খুঁজে বেরিয়েছি আমি
মৃত্যুর খুঁজ পেয়েছি।
মানুষ মারিলে স্বর্গ পায়
এমন মন্ত্র শিখেছি।


ধর্মের তরে মানুষ মেরেছি
রাষ্ট্রের তরে মেরেছি আমি।
খাবারের থালায় বোমা মেরেছি
বাচাতে আমার কুরসিখানি।


সভ‍্যতার তরে গাছকে মেরেছি
মেরেছি সব পাখির দল।
সাগরের মাঝে প্রাচীর দিয়েছি
পাহাড় ভেঙ্গে দেখাচ্ছি বল।