অনেক কিছু করবে বলে
ভোট চেয়েছ ভোট দিয়েছি।
আমরা বাপু মূখ্য মানুষ
পেটের জালায় চাল চেয়েছি।


কালকে যারে খারাপ বলে
লড়াইয়ে নিয়ে গেলে দলে দলে।
আজকে আবার ভালো বলে
তুমি যে গেছো ওদের দলে।


পেটের দায়ে লড়াই করি
যুদ্ধ মোরা কিবা বুঝি।
কালকে আমরা কি খাবো
ওটাই সারাদিন মোরা খুজি।


আবেগ নিয়ে খেলা করে
যাওযে তুমি নৈশভোজে।
মোদের ছেলে হারিয়ে বাবা হারিয়ে
যাচ্ছ তুমি বিদেশেতে সেজেগুজে।


আমার ছেলে সাপের ভয়ে
সন্ধ‍্যা হলে থাকতো ঘরে
আজকে তুমি আবেগ নিয়ে
ওদের সাথে খেলা করে
নাইট ডিউটি দিচ্ছ তারে
মানুষ বিহীন জঙ্গলেতে অন্ধকারে।


সমাজ যারে বাচ্চা বলে
এখনো তারে রাখে আগলে
আজকে তুমি আবেগ নিয়ে
দিচ্ছ কাঁধে অস্ত্র তুলে।
এখনও ওরা সঠিক ভেবে
চলে কদম কদম ভুলে ভুলে।