পথিক আমি অজানা পথের
পথিক আমি অচেনা পথের
ঝর্ণার খোঁজে চলি।
পাহাড়ের মাঝে হারিয়ে গিয়ে
দুর্গম পথে পথ তৈরী করে
প্রকৃতির রূপের খোঁজে চলি।
গাছ ঘেরা সেই পাহাড়-চূড়ে
শুকনো পাতা স্পর্শ করে
আওয়াজ করে ধীরে ধীরে
বুকের ভেতর ভয় যে করে
নুতুন খোঁজে নুতুন দিকে
চলি আমি ধীরে ধীরে।
হাতির ভয় আমার করে
চিতার ভয়ে দেখি আমি
এদিক-ওদিক ঘুরে ঘুরে।
হারিয়ে যাওয়ার ভয়ে ভয়ে
আমি চলি পথিক হয়ে
অচেনা পথে ঝর্ণা খোঁজে।