নির্ঘুম রাত
মাকড়সার জাল বিছান
ছাড়পোকাদের যুদ্ধযান।


নির্ঘুম রাত
এক দিস্তা কাগজ, একটা কলম ;
খসড়ার কচড়া
সাক্ষী -ল্যাম্প আলোর ছায়া।


নির্ঘুম রাত
উচ্ছ্বাসের সকাল
নতুনকে পাওয়ার আনন্দ চিরকাল।


নির্ঘুম রাত
মেঘহীন কাঠফাটা রোদ
একটা ছাতা, এক বোতল পানি
তাতেই কত প্রমোদ।


নির্ঘুম রাত
একটা গোলাপ
পাপড়ির পড়তে লুকিয়ে থাকা হাজার প্রেমালাপ।


নির্ঘুম রাত
আলো আঁধারিয়ায় অরুন্তুদ চাহন
আবেগের প্রস্রবণ।


নির্ঘুম রাত
হৃদপিন্ডের স্খলন, ঘর্মাক্ত শরীর
বাস্তবতার সুরাসুর
সেই দিস্তা কাগজের ফল
একটি অনুমিত দিন ;
একটি প্রস্তাবিত দিন।