শুনো!
হ্যাঁ.... তোমাকেই বলছি!
.
আমি মনে হয় আসলেই মানুষ,
নাহলে তোমায় দেখলে আমার জবান বন্ধ হবে কেন?
তোমার স্পর্শ এত ভাল লাগবে কেন?
যেদিন তোমায় বই দেয়ার ছলে একটু ছুঁয়ে দিলাম সেদিনও বুকটা কেঁপে উঠেছিল জানো!
.
আমি মনে হয় আসলেই মানুষ!
নাহলে তোমায় ভালবাসবো কেন?
তোমার দিকে তাকিয়ে থাকলে সব কিছু ভুলে যাই যেন!
তোমার থুঁতনির নিচের ঐ ছোট্ট তিলে কত সৌন্দর্য জানো?
.
আমি মনে হয় সত্যিই মানুষ
নাহয় তোমায় নিয়ে ভাববো কেন?
তোমায় নিয়ে কবিতা লিখবো কেন?
শুনেছি মানুষেরা ভালবাসলে, প্রেমে পড়লে কবিতা লিখে, তুমি কি সেটা জানো?
.
আচ্ছা! ঐ আকাশে যে বিহগ উড়ছে
সে কি কাউকে কখনো ভালবেসেছে?
সে কি কোন বিহঙ্গকে ছুঁয়ে কেঁপে উঠেছে?
কোন কবিতা লিখেছে? গান? লিখেছে কোন গদ্য?
.
না, লিখেনি।
তারা তো লিখতে পারেনা,
যদি তাই হয় তবে আমার মত কেউ তোমাকে ভালবাসতেও পারেনা।
এজন্যই মনে হচ্ছে আমি মানুষ।
আমি আসলেই মানুষ।


শ্রদ্ধেয় নির্মলেন্দু গুনের "মানুষ"এর অনুপ্রেরণায়  রচিত।