আজকে হঠাত মনে চাইলো একটা কবিতা লিখি।
লিখবো যেহেতু তাই গুণদা কে দেখেই শিখি।
কিন্তু শব্দ কই? ছন্দ কই?


পেটের ভেতর নজরুল, রবীন্দ্রনাথ করছে ঘুরাঘুরি
হেলাল হাফিজকে বললাম ওস্তাদ আপনার নিউটন বোমাটা দেন একটু মারি।


কোত্থেকে সত্যন্দ্রনাথ ছন্দ দিল বানিয়ে,
হঠাত করেই মধুদা সনেট দিল এগিয়ে
অগ্যতা মধুসূদন ভাবনা দিল বাড়িয়ে।


আমাকে নিয়ে ওনাদের এত কাড়াকাড়ি
তাই, ভাবলাম এবার আমি জহির রায়হানকে ধরি
জহির সাহেব বলল এসব আবর্জনা লেখা ছাড়ি
মাটি কাট। ভাত খা। কোদাল ধর আজি।


ওস্তাদ দুটো লাইন বেধেছি,
" এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে,
গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে "
দেখবেন একটু চেখে!
আর কার কার থেকে কি কি চুরি করিস সেটার তালিকা দে লিখে!