‘বেদানা’র মানে হলো দানাহীন কিছু;
অভিধান এই কথা বলবে কি মিছু?
‘বেহায়া’র মানে যদি হায়াহীন হয়;
‘বেদানা’র মানে কেন দানাহীন নয়?


সেইদিন ‘বেদানা’র খোসা খুলে দেখি–
লাল লাল দানা দিয়ে ঠাসা পুরো একি!
গুনে দেখি দানা পুরো দুইশত তিন;
‘বেদানা’র এত দানা! ভাবি সারা দিন।


কোনো ফলে এত দানা দেখি নি তো আগে;
এত দানা দেখে তাই ফুলে উঠি রাগে!
‘বেদানা’র পেটে যদি এত দানা হয়;
‘বেদানা’—এ নামটাতে মিথ্যার জয়।
#