ধ্বনিগুলো সরব ঠোঁটের বাঁকে
চুপটি মেরে বসে থাকে বর্ণ;
ধ্বনিগুলো চোখের আড়াল থাকে
বর্ণমালা শোনে না তো কর্ণ।


ধ্বনি যদি দেখা যেত তবে
বর্ণ দেখার মতো কি কেউ বুঝত!
লাইব্রেরিতে বইয়ের কলরবে
অতীত দিনের মানুষগুলো খুঁজত?


ধ্বনিগুলো পেলাম খোদার দানে
বর্ণ লোকের মনে রাখার ফন্দি;
বর্ণ-ধ্বনির যৌথ-কলতানে
সকল ভাষা ইতিহাসে বন্দী।
#