কাঠবিড়ালি কাঠ খেয়েছে
মাছবিড়ালি মাছ;
এই কথাতে ভেংচি কেটে
খুকি দেখায় নাচ।


কাঠবিড়ালি খায় পেয়ারা
খায় না তো সে কাঠ;
কাঠ তো হলো রাতের বেলা
কাঠবিড়ালির খাট।


মাছ খেলেই কি বলতে হবে
মাছবিড়ালি তাকে?
খুকির এমন প্রশ্ন শুনে
পড়েছি বিপাকে।


ভাত খেলে কি ভাত-মানবী
বলবে আমায় তুমি?
তাহলে তো আম-মানবী
ঐ গাঁয়েরই রুমি।


উল্টো কথা আর বকো না
শব্দ খেলার ছলে;
কাঠবিড়ালি বলে তাকে
কাঠে ঘুমায় বলে।


২৩-ই জুলাই, ২০২০
লামা, বান্দরবান
#