নদীর বুকে ডুব দিয়েছি কত;
আজকে সেটা বাড়ায় বুকে ক্ষত।
নদীর পানির কলকল ধ্বনি;
আমার বুকে হাজার স্মৃতির খনি।


নদীর তীরের সিঁড়ির উপর বসে;
আপন মনে পা দোলাতাম কষে।
নদীর পানি লাগতো তখন পায়;
আর কি পাব সে দিন ফিরে হায়!


নদীর চরে কত্তো ছোটাছুটি;
আজকে সবই কেবল স্মৃতির জুটি।
কত্তো ছেলে করতে বাদাম চুরি;
বালির চরে করতো ঘোরাঘুরি।


আমরা কজন ধরিয়ে দিয়ে সেটা;
তাদের কাছে গাল খেয়েছি, ‘ব্যাটা–
সাধু সেজে আছিস, তোরা থাক!
চাইলে না হয় দিতাম তোদের ভাগ।’


পড়ছে মনে আরও হাজার স্মৃতি;
বাড়ছে প্রিয় নদীর প্রতি প্রীতি।
নদীর প্রেমে বইছে চোখে নদী;
বুকে স্মৃতির জোয়ার নিরবধি।


নদীর জলে আর ভাসি না রোজ;
ওই নদীও নেয় না আমার খোঁজ।
আজকে না হয় খুঁজতে এলাম নদী;
অতীত স্মৃতির দেখা মেলে যদি।


১৩-ই এপ্রিল, ২০২৩
লামা, বান্দরবান।
#