সালাম নেবেন, আদাব নেবেন, নেবেন নমস্কার;
আজকে এলাম নেতা হতে, ভাষণ দেবো তার।
আমায় যদি নেতা বানান, বানান চেয়ারম্যান;
পথে পথে চলবে এসি এবং হাজার ফ্যান।
শুকনো পথেই ব্রিজ হবে আর আড্ডা হবে ব্রিজে;
মাছ মাংস রাখতে দেবো আমার পেটের ফ্রিজে।
এরচে ভালো ফ্রিজ কি পাবেন সাধের দুনিয়াতে;
মাছ মাংস থাক নিরাপদ চেয়ারম্যানের হাতে।
আপনারা তো শক্তি আমার, ভক্তি করি তাই;
চেয়ার পেতে, কেয়ার পেতে সালাম করে যাই।
চাটতে রাজি পায়ের তলা, ঘাটতে রাজি শব;
আরজি করি শব এসেও ভোট দিয়ে যাক রব।
শবের কসম, রবের কসম হই নি নেতা কভু;
তোমার কাছে আরজি শুধু নেতা বানাও, প্রভু।


তোমরা যারা ভাই-বেরাদার, কাছের আপনজন;
আমার হাতে হাত মিলিয়ে আজকে করো পণ।
দেশের সেবা করতে দেবে, ভরতে দেবে পকেট;
দেশের টাকায়, দশের টাকায় চড়তে দেবে রকেট।
করতে দেবে পাঁচ তারকার রেস্তোরাঁতে ভোজ;
ভরতে দেবে খাটের নিচে তেলের খনি রোজ।
বোশেখ এলে পান্তা-ইলিশ, সাথে বাঙাল সাজ;
করতে দেবে আরও যত জন-ছেঁদার কাজ।
ভাই-বেরাদার ভয় পেয়ো না একলা কি আর খাবো!
আমার খাওয়ার সময়টাতে সঙ্গী তোমায় ভাবো।
তুমি-আমি, আমরা সবাই খাবো সাধের দেশ;
দেশ যদিও শেষ হয়ে যায়, খাওয়া না হোক শেষ।
দেশের কসম, দশের কসম, কসম রাজা হবু;
তোমার কাছে আরজি শুধু নেতা বানাও, প্রভু।


বাজার হবে রাজার হালত, হবে হাজার ভিড়;
আমার পিছে ঘুরলে তোদের উঁচু হবে শির।
দুহাত নেড়ে আসবি তেড়ে, বাড়বে তোদের তেজ;
বাকি সকল পালিয়ে যাবে গুটিয়ে তাদের লেজ।
ওই ব্যাটারা পাবে কি আর লেজ গুটানোর পথ;
ধরে এনে আজ ব্যাটাদের নাকে দেবো খত।
তোরা হবি রাজার প্রজা, আমার লাঠিয়াল;
আমার পরে তোরাই এসে ধরবি দেশের হাল।
দেশটা তোদের, তোরাই হবি দেশের কর্ণধার;
দেশের সবই তোদের আহার, দিবি কি আর ছাড়!
লাগলে ভালো কোনো মেয়ে আগলাবি তার পথ;
আমার পিছে ঘুরলে তোরা, তারপরেও সৎ।
স্বাধীনতা দিচ্ছি তোদের করবি যা মন চায়;
দেখব আমি কারা তোদের বিরুদ্ধে দেয় রায়।
গভীর রাতে হাত মেরেছি, জাত মারি নি তবু;
তোমার কাছে আরজি শুধু নেতা বানাও প্রভু।


২৫-ই এপ্রিল, ২০২৩
লামা, বান্দরবান।
#