শব্দ আমায় জব্দ করে
শত শত অব্দ ধরে
স্মৃতির বাঁকে
কথার ফাঁকে
রাখে আমায় তব্ধ করে।


শব্দ আমায় স্তব্ধ করে
ভিন্নতাকে লব্ধ করে
ছন্দ ঢাকে
মন্দটাকে
পছন্দসই শব্দ স্বরে।


তাইতো আমি শব্দে গুঁজি
ভিন্ন চালে
ভিন্ন তালে
ভিন্নভাবের নব্য পুঁজি।


দোসরা এপ্রিল, ২০২০
লামা, বান্দরবান
#