বঙ্গদেশের শিক্ষা এখন ভিক্ষা করা জ্ঞান;
শিক্ষার্থীর মগজ জুড়ে পাঁচ জিপিএ-র ধ্যান।
পাঁচ জিপিএ পাচ্ছে ঠিকই, পাচ্ছে না তো জ্ঞান;
মরীচিকার পিছে তবুও ঘুরছে তারা ক্যান?
তোতার মতো ভোতা মগজ, আওড়িয়ে যায় বুলি;
ছাত্ররা সব শিক্ষাটাকে বহন করা কুলি।
রস না খুঁজে ধ্বস এনেছে শিক্ষাজীবন শেষ;
এমনতর শিক্ষা নিয়ে খোশমেজাজে বেশ!
এমনতর শিক্ষা শেখায় ভিক্ষা করার পথ;
এমনতর শিক্ষা যেন উল্টো পথের রথ।


চাকরি বিহীন জীবন আমার লাটাই বিহীন ঘুড়ি;
চাকরি পেতে চাই না বলেই শিক্ষা সনদ পুড়ি।


শিক্ষা আমায় দীক্ষা দিলো চাকরি পেতে হবে;
চাকরি ছাড়া জীবনটা যে অন্ধকারেই রবে।
অন্ধ পথের মন্দ পথিক গন্ধ খুঁজি খালি;
চাকরি ছাড়া জীবন নিয়ে খাই সকলের গালি।
আব্বা বলেন, বেকার বসে আর কতকাল খাবি;
আম্মা বলেন, চাস মেটাতে বাবা-মায়ের দাবি?
ভাই-বোনেরাও যাচ্ছে ভুলে টাকার অভাব তাই;
হন্য হয়ে অন্য পথে চাকরি খুঁজে যাই।


ছেলে হয়েই শুনতে হলো, পড়বি নাকি চুড়ি?
চাকরি পেতে চাই না বলেই শিক্ষা সনদ পুড়ি।


পুড়ছি সনদ ঘুরছি কত এলোমেলো পথ;
সনদ পোড়ার অপরাধে নাকে দিলাম খত।
শিক্ষা নেওয়া ভিক্ষা ছেড়ে চাষ করে যাই ধান;
কৃষক হয়ে মনের সুখে গাই কৃষকের গান।
দেশের মুখে অন্ন দিলাম, বন্য থেকে নিজে;
আমার চোখের জলে দেখো, আমার বালিশ ভিজে।
ভেজা বালিশ সাক্ষী আছে, সাক্ষী চোখের জল;
এই সমাজে দেয় নি কভু আমার শ্রমের ফল।


তোমার উদর পূর্ণ করে, খাচ্ছি আমি মুড়ি;
চাকরি পেতে চাই না বলেই শিক্ষা সনদ পুড়ি।


সনদ পোড়া জংলী আমি, জঙ্গলে তাই বাস;
সনদ বিহীন জীবন পেতে মন করে হাঁসফাঁস।
তোমার চোখে শিক্ষা সনদ পুড়ে ফেলা পাপ;
আমার কাছে শিক্ষাজীবন নিঠুর অভিশাপ।
অভিশাপের জীবন থেকে মুক্তি পেতে আজি;
সনদ নামের স্বপ্নগুলো পুড়তে আমি রাজি।
পুড়ছি সকল স্বপ্ন, যাদের সনদ ছিল নাম;
অন্ধ দেশের ভণ্ড তারা, পারবে দিতে দাম?


ভণ্ডামিতে আমরা সেরা, নেই আমাদের জুড়ি;
চাকরি পেতে চাই না বলেই শিক্ষা সনদ পুড়ি।


চৌঠা জুন, ২০২৩
লামা, বান্দরবান।
#
#পাহাড়ি_কবি #সাদ্দাম_হোসেন_ইশতিয়াক