আলুর মতো শক্ত হলেই
কেটে-কুটে শেষ;
নরম হতেই পাবে দেহে
লাল টমেটোর রেশ।


একটু চাপেই ফেটে পড়ে
রক্তটা ঠিক লাল;
এ দুর্দশা দেখে আবার
বেগুন ফুলায় গাল।


ঐ বেগুনের মতো করে
হয় যদি গুণহীন;
কাটবে ভাবে আনন্দে আর
উল্লাসে তার দিন।


কিন্তু এমন হয় না তো, তাই
হয়েই গেল শসা;
বিভিন্নতর সবজি হওয়ার
তার যে করুণ দশা।


অবশেষে ভাবছে খোকা
আর হবে না সবজি;
সবজি হলেই খেতে সবাই
দেয় ডুবিয়ে কব্জি।


পহেলা সেপ্টেম্বর, ২০২০
লামা, বান্দরবান।
#