লোভ-লালসায় মত্ত হে মানব,
দানব রূপে ঘুরছ এ ভুবন।
কেন যে হয়েছো মত্ত লোভে?
নাকি বানর থেকেই ক্রম বিবর্তন!


কাজ-কর্মে পরিচয় মানব,
মত্ত কিন্তু হয়েছো লোভে।
কি আর পাবে, কি আর হারাবে?
ডাইরি লিখবে শুধুই লোভের পাপে।।


লোভ-লালসা হয় যদি লক্ষ্য,
থাকবে ডুবে অতল সাগরে।
পারবে না কিছু করতে আয়ত্ত,
শুধুই করবে ক্ষয় রক্ত বুক চিরে।।


বহু অভীক্ষার পরেও শুধু,
দেখবে জীবন শূন্য পড়ে আছে!
লোভ-লালসা ছাড়লেই পরে,
জীবন চলবে সফলতার আঁচে।।


লোভ-লালসা পিছনে ফেলে,
চলো সবাই এক হয়ে যাই।
কিছুই বা আর নাইবা করি,
সাম্যর তরে মোদের জীবনটা বিলাই।।