হে প্রভু তোমায় মিনতি করি আমি,
দাও হে ধরায় এক অচেনা মঙ্গল দূত।
যে করিবে সংস্কার সমাজের কলহ আর নির্যাতন,
যে গড়িবে এক সঠিক সমাজ ও সুন্দর জীবন।।


সমাজে আজি ভেসে আছে কত কলঙ্ক আর ঘৃ্না,
দাও হে এক মহাপুরুষ যে থাকবে অচেনা।
যে বিলাবে প্রাণটি তাঁহার সমাজের তরে- মনটি থাকবে স্বতস্ফূর্ত,
দাও হে প্রভু ধরায় এক অচেনা মঙ্গল দূত।।


কত শিশু ধর্ষিতা আজি- কত নারি স্বামীহারা,
কতই বা আজি নিজ স্বার্থে কতই বা লোভে দিশেহারা।
যে করিবে বিলীন অন্যায়-অত্যাচার ও নিবে তাহাঁর প্রতিশোধ,
দাও হে প্রভু ধরায় এক অচেনা মঙ্গল দূত।।


কত দারিদ্র করছে আর্তনাদ- খিদায় করছে হাহাকার,
কতই বা আজি করছে নর হত্যা গড়িছে রক্তের বাহার।
চাই আমি এক মহান মানুষ যে থাকবে অভিভূত,
দাও হে প্রভু ধরায় এক অচেনা মঙ্গল দূত।।


------ ------  --------- -------