কলমেঃ- সাদ্দিক আহমেদ লস্কর
তারিখঃ- ৩০/০৩/২০১৯


বর্তমান সমাজে সন্ত্রাস নামের আছে এক নৈতিক বিষ,
মানবকে প্রতিহত করা এটাই তাদের কর্ম।
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান নয়তো তারা এদের মাঝে,
একটাই আছে শুধু তাদের সন্ত্রাস ধর্ম।।


সমাজে আছে অধিক ধর্ম যেথায় তাদের নেই ঠাই,
নয়তো হিন্দু, নয়তো বৌদ্ধ, নয়তো খ্রিস্টান, নয়তো মুসলমান।
অনেকেই ভাবে ওরা নাকি ধর্মের মুখাপেক্ষী,
আমি বলি ওরাই তাদের সন্ত্রাস ধর্মে মহীয়ান।।


কেহ বলে মৌলবাদী মুসলিম- কেহ বলে হিন্দুরা সন্ত্রাস,
আমি ভাবি ওদের কাছে কিছু মাতালের আবাস।
কেহ বলে খ্রিস্টান জঙ্গি- কেহ বলে বৌদ্ধরা বর্বর সমাজে,
সন্ত্রাসীদের নেই কোন ধর্ম, সন্ত্রাস ধর্মেই ওদের নিবাস।।


সমাজে যবে দেয় ওরা হানা দৃষ্টিতে আসে না কোন গোত্র,
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই তাদের আহার।
ওদের ধর্মে ওদের অস্ত্রে ওরাই থাকে নিমজ্জিত,
তাহলে কেন ধর্মের নামে করছ শুধুই অপপ্রচার।।


এসব ছাড়ো ধর্মের নামে করো না আর বাড়াবাড়ি,
সবাই চলো থামাই ওদের বর্বরতা সমাজে।
শান্তিতে কাটাই মোরা নিজ ধর্ম নিয়ে ধরায়,
জীবনটি বিলিয়ে দেই সকলি ভালোবাসার আঁচে।।


--------- -------- -------- ---------