আমার পৃথিবীতে আমি এক নীরব দর্শক,
প্রতিদিন ঘটে যাওয়া কোন নিদারুণ ইতিহাস।
অপলক চেয়ে থাকা, স্তব্ধ ধমনী শিরা- উপশিরা
যেন মৃত্যুর অভিযোগ আর নির্দয় অভিলাষ।


পৃথিবী বদলে যাওয়ার প্রতিবার প্রয়াস চালায়
হিংসা দ্বেষ ভুলে কত করে বাঁচার আয়োজন।
একাকীত্ব যেন এক সন্তুলিত ধারাবাহিকতা
তবু কতো বলি হয় কাঙ্ক্ষিত প্রয়োজনে প্রিয়জন।


সোনালী ভোরের অপেক্ষায় কত নীড় হারা পাখি,
রাতের অলীক স্বপ্ন কত অচিরে সমাধি হয়।
ক্ষুধার তাড়না বেড়ে উঠা শুধু দিন প্রতিদিন,
পৃথিবী কী আবার আলো পাবে নাকি নয়?


আশার প্রদীপ জ্বলে ওঠে বিক্ষিপ্ত অববাহিকায়,
ভেদাভেদ ভুলে সকল আসবে কী এক মোহনায়?
কে হিন্দু? কে মুসলিম? হোক ধনী কিংবা দরিদ্র,
সকলের মিলেমিশে হোক বাঁচার অভিপ্রায়।


********** ************