দিন যায় আবার আসে এ এক অবিচ্ছিন্ন স্রোত,
আপন হারায় সময় হাত ধরে, এ জীবন অদ্ভুত।
নিজেকে বাঁচানোর প্রয়াস পৃথিবীর তুফান বুকে,
শৈশবের শুষ্ক উল্লাস উঁকি মারে সময়ের ফাঁকে।


নদীর পথচলা যেমন সাগরের বুকেই ক্ষান্ত হয়,
বেঁচে থাকাটা বড্ড কঠিন, মৃত্যুতেই মানুষের জয়।
শত স্বপ্ন আর অদ্ভুত উল্লাস থমকে দাঁড়ায় মৃত্যুতে,
কেউ বাঁচেনি নিয়েছে বিদায় আমিও যাবো খালি হাতে।


নিজেকে বড়ো করার প্রয়াসে মৃত্যুর দুয়ারে উঁকি,
যোগ বিয়োগের হিসেব নেই পুরো সিলেবাস বাকি।
দিনের যাতনা শেষে প্রতি রাতে মৃত্যুর কোলে ঘুমাই,
মৃত্যুই ভীষণ আপন, আর কোনো চাওয়া পাওয়া নাই।


হাঁসির আড়ালে কান্না লুকোয়, এ এক বাঁচার অভিনয়,
দুদিনের সংগ্ৰাম, কোনো এক সন্ধ্যা মুছে দেবে পরিচয়।
অতঃপর হারাবে স্বজন মাটিতেও মিশে যাবে লাশ,
অনন্ত যাতনার ইতি হবে এই তো আমার চির-অভিলাষ।


**********"""""""""""""""********