পৃথিবী আমি শুনেছি তোমার নীরব কান্না ও চিৎকার,
তোমার কান্নায় কেউ কাঁদেনি, আমি কেঁদেছি বারংবার।
কতো মায়ের আর্তনাদ শুনেছি, ছেলে দিয়েছে নির্বাসন,
কতো মায়ের বুক হয়েছে খালি, হারিয়েছে কত পরিজন।
পৃথিবী তোমার নীরবতা দেখেছি, বুকে জমানো কতো অভিমান,
তোমার কষ্ট আজ আমাকে ভাবায়, আর কতো সইবে অপমান?


পৃথিবী তোমার বুকে কতো ক্ষত, নীরবে দেখেছি বহুবার,
কতো বোন ধর্ষিতা হয়েছে, ধর্ষকের কভু হয়নি বিচার।
পৃথিবী তোমার যাত্রাও ক্ষান্ত হবে আজ নয়তো কাল,
তোমার মতো আমিও ক্ষত বিক্ষত হচ্ছি সকাল-বিকাল।
পৃথিবী তোমার বুকে স্বপ্নের সমাধি হয় দুঃস্বপ্নরা বেঁচে উঠে,
কতো প্রাণের বিনাশ হয়, কতো বাঁচে ক্ষমতার দাপটে।


পৃথিবী তোমার বুক আজ শূন্য, অন্ধকার আসছে ধেয়ে,
কত মায়ার বাঁধন ছিঁড়েছে তুমি নীরবে বসে আছো চেয়ে।
তোমার বাতাস আর সুস্থ নয়, বলো আজ কেমনে বাঁচি?
কতো ব্যথা লুকিয়ে রেখেছো, হয়তো আমি কিছুটা দেখেছি।
তোমার আমার ব্যাথা বুকে থাক্, কাল সময় জবাব দেবে,
উপরে আকাশ আর তোমার, আমার সময়টা কাটুক নীরবে।


         ********** *******