আমার দু-মুটো অন্ন আর থাকার একটা ঘর চাই,
খেলা! ওসব নিয়ে ভাবি না, ক্ষুধায় কাতর! তাই।
এক পরাধীনতার গ্লানি বুকে জমানো বহু বছরের,
একটা শান্ত ভারত চাই, যেটা হবে তো মানুষের?


দু-টো টাকা চাই, জীর্ণ শরীর আজ বহুদিন ধরে,
মেয়ে বেরিয়েছিলো সেদিন, আসেনি আর ফিরে।
স্বাধীনতার পঁচাত্তর বছর পর, কে বলে বিনোদন?
তোমার বাস পাঁচতলায়, বুঝতে পারোনি জীবন!


যেদিন বুভুক্ষু দৃষ্টিতে তুমি তাকাবে মানুষের তরে,
সেদিন দেখবে আমার দেশে কতো অন্ধরা ঘোরে।
আমি চাই না, তুমি যা বুক ফুলিয়ে বলো বিশ্বকাপ,
আমাকে একটা চিকিৎসালয় দাও-না ওরে বাপ!


তুমি গিরগিটি, সময়ের তালে হিন্দু-মুসলিমও হও,
আস্ত একটা বিনোদনের সম্রাট, হয়তো মানুষ নও।
যেদিন তোমার মা মরবে ধার্মিক বলে পাবেনা জল,
সেদিন করবে তো উল্লাস? ভাই শুধু এইটুকুই বল।


আমার তো তোমার মতোও নেই একটা মুঠোফোন,
বুঝিনি বিশ্বকাপ, তোমার মতো তাই নেই বিনোদন!
জানি তুমি ভীষণ কষ্টে, হেরেছো স্বপ্নের বিশ্বকাপ,
কষ্টই যাদের জীবনসঙ্গী ওটা জীবন নয় অভিশাপ!


********* ********* *********