বারুদের গন্ধে পরিবেশ উপচে পড়া আজ,
অলিতে গলিতে কান্না কিংবা আর্তনাদ বিরাজ।
কোথাও ক্ষমতার লোভে, ধর্মের নামে বিচিত্রতা,
ভালোবাসা বধির শব্দ, রক্তই আসল ইতিকথা।


উইঘুর, ফিলিস্তিনে শুধু আজ মৃত্যুর সমীকরণ,
করোনা এসেছো বুঝি আমাদের পাপের কারণ!
করোনা মৃত্যুর খেলা দেখবে, যদি উদ্দেশ্য তাই হয়,
তবে অংকটা ভুল, এখানে মৃতেরই হয়েছে জয়।


একবার ঘুরে দেখো করোনা কবর কিংবা চিতা,
কতকাল যাবৎ পুড়ছে লাশ, কত স্বজন হারা ব্যথা।
বাঁচার স্বপ্ন বুনি কত, সমাধিও হয় তাণ্ডব ঝড়ে,
মৃতের ভিড় তবে বাঁচার আশা আর কিসের তরে?


সকালের সূর্য হয়তো বৃথা, পৃথিবী জুড়ে আঁধার,
রক্তের বন্যা বহে, যেথা ভালোবাসার সৎকার।
নিধন যজ্ঞ, তবুও বুক বেঁধেছি শত আশা ধরে,
মেঘের আড়ালে যেমন সূর্য হাসে কত উল্লাস ভরে।


**************** *************