পোশাকের অবগুন্ঠনে কতই ভিন্নতা,
কোথাও কোন্দল, কোথাও পবিত্রতা।
কারো আত্মা পরিশুদ্ধ, কারো বিষাক্ত,
কেহ নিরীহ, কারো বাঁচার যুদ্ধ অবিরত।


কারো চোখ প্রেম সমেত, কারো চোখে অভাব,
কারো জীর্ণ গাত্র, হয়তো শ্রেষ্ঠত্বের প্রভাব।
কারো কাছে মেয়ে শব্দটি ভীষণ সম্মানিতা,
কারো বাসনার লুলুপ, কতই'না ভিন্নতা।


কারো কুটিরে বাস, কারো অট্টালিকায়,
কারো সম্পদ বিশাল, কারো স্থান দরজায়।
কেহ পরাধীন, কেহ বহন করে স্বাধীনতা,
কারো সম্রাট পরিচয়, কারো আশ্রয়হীনতা।


কারো সুখ নিদ্রা, কেহ আবার নিদ্রাহীন,
কারো শক্তি বর্ধিত, কেহ প্রতিকারহীন।
বিভেদের প্রাচীর, উচ্চ-নীচ পরিচয়,
সকল ভিন্নতা নচেৎ হবে কি অভিন্ন হৃদয়?


********* *********