জীবনের পথ ধরে হেঁটে হেঁটে ক্লান্ত ভীষণ,
চাতকের মতোই একটা বর্ষার অপেক্ষায়।
শাখা প্রশাখা আজ দিব্যি ডানা মেলে আছে,
দু'ফোঁটা বৃষ্টিতে যদি আবার পাতা গজায়।


পথিক দেখেছে পৃথিবী, হয়তো স্বাদ মিটে গেছে,
হারানোর কাহিনীতে পথিক লিখেছে উপন্যাস।
কলমটিও নাকি আজ হিসেব উল্টো খসেছে,
তারারাও নেই আজ, ভীষণ একলা আকাশ।


সহসা পথিকের ছুটি হবে, আসবে না ফিরে,
এক নিকশ সন্ধ্যা এসে আলো মুছে দেবে।
হয়তো পথিক দেখবে গুটিকয়েক আপন,
স্বজন শব্দটিও অভিধান হতে নিষ্পন্ন হবে।


অন্ধকারে হয়তো আর পথিকের ভয় নেই,
বিচিত্র ভুবন পথিক করেছে উপভোগ।
গল্পরা আজকাল থেমে গেছে,  খোঁজ নেই,
একাকী নীরবতাই এখন পথিকের পরম সুখ।


            ********** **********