একটি স্বপ্ন হয়তো পূরণ হবে না কোনদিন,
পৃথিবীটা ধর্ম-অধর্মের, মানুষের বাসযোগ্য হীন।
একটি বাচ্ছা জন্মে, তবু পায় না আজ আর মানুষের স্থান,
হয়তো হিন্দু কিংবা মুসলিম, দ্বিধাগ্রস্ত হয় প্রাণ!
হয়তো বলবে কেউ নাস্তিক, নেই কোন অভিমান,
আমার পাশে মরবে মানুষ, নহে আমি এমন মুসলমান!


নামাজ আমার পূজা তোর, তবে কত রাহাজানি,
মসজিদ মন্দির আজ স্বার্থে বলি, ঈশ্বরের মানহানী!
ধর্মের সীমানায় লড়াই বহাল, হিংসা বিরাজিত,
না খেয়ে থাকা ভিখারির কত প্রহর, হায়! মানবতা পরাজিত।
হয়তো বলবে কেউ নাস্তিক, নেই কোন অভিমান,
হিন্দু হয়ে কেউ থাকবে দূরে, নহে আমি এমন মুসলমান!


গ্ৰামে কত অনাহারী, মসজিদে আমি কপাল ঠুকার নেই বিরাম,
স্রষ্টার সান্নিধ্যের কত সাধনা, হিসেব কষে দেখ কিবা দিলাম!
আল্লাহ বা ভগবান বুকে রয়, মসজিদ মন্দির হবে ভেদাভেদ হীন,
ধর্ষিতা মেয়েটিও কি সম্মান পাবে? নাকি ধার্মিক সাজ সমীচীন?
উপাসনালয় নয় শুধু, পথে পড়া পাগলেও স্রষ্টা বিরাজমান,
নামাজের সাথে মানুষ হওয়ার লড়াইয়ে মম ক্ষুদ্র এক মুসলমান!