একা হেঁটে চলেছি পথ,  কোনো নিশ্চয়তা নেই,
হিসেব মেলেনি কভু, বেজায় খুশি আজ অল্পতেই।
কিছু উপন্যাস লিখেছি যতনে জীবনের খাতায়,
যোগ বিয়োগের হিসেব রেখেছি আজ উল্টো পাতায়।


গভীর নিশিতে ছুটে চলি পথ, উপরে খোলা আকাশ,
মাটিকে বলেছি বহু গল্প হয়তো সাথে শুনেছে বাতাস।
শত গল্প আর কবিতারা আশ্রয় নেয় আজ শূন্য হাতে,
রাতের আঁধারে বুনা স্বপ্নরাও হারিয়েছে প্রতি প্রভাতে।


কতো গল্প লিখে রেখেছি, প্রতি সন্ধ্যায় পথের বুকে,
সময়ের ঘূর্ণিপাকে হারিয়েছে ওঁরা চেনা অচেনার ফাঁকে।
হয়তো গল্পরা খোঁজবে কদিন পর তোমায় - আমায়,
শুনেছি সেদিন গল্পরাও নাকি ভাঙ্গা গড়ার গল্প শুনায়।


আলো কিংবা আঁধারের ঝগড়ায় আমার হয়েছে ইতি,
গল্পরাও হারাবে একদিন, তুমি আমি তো শুধু অতিথি।
জীবন থামবে হয়তো, উপন্যাসের যখন উপসংহার হবে,
কিছু হিসেব বাকি রেখেছি, একসাথে করবো ভেবে।


           ********"""""********