অবশেষে যা! করোনা বুঝি হিসেবটাই ভুলে গেল,
যাওয়ার কথা মুসলিমের ঘরে কিন্তু হিন্দুর আস্তানায় ঢুকে গেল!
মুসলিমরা'ও সুখে ছিল হিন্দুদের ভাইরাস তাড়া করবে বলে,
আজ দেখি সবাই ভয়ে, হায়! হায়! আর্তনাদ বেঁচে থাকবে কীসের ছলে।
এতদিন ছিল মন্দির মসজিদ কিংবা দেবালয় নিয়ে মারামারি,
কোথায় ধর্মান্ধতা, আর কোথায় সে শক্তির তরবারি?


এতদিন ছিল হিংসার বলি ঈশ্বর কিংবা দেবালয়,
আজি লয়ে সকল হিংসা ঈশ্বরের খুঁজে কেন রয়?
এ ধরণী আর শুনবে কত বাচ্চা শিশুদের কান্না-হাসি,
মিথ্যা ছলনে মুখোশ নিয়ে অন্তরে বিষ মুখে ভালোবাসি।
এতদিন শুধু চিন্তন ছিল মানুষ মরুক কিংবা মারুক,
আমার বোন নয় অপরের বোন ধর্ষিতা হয়ে বেঁচে থাকুক!


পাপের পাহাড় জমে উঠেছে করতে হবে তার প্রায়শ্চিত্ত,
এতদিন ছিল হিন্দু মুসলিম আজ  বুঝি সবাই ভারতীয়!
এতদিন ছিল রক্তে হোলি, রং মাখানো এক নতুন ইতিহাস,
এ কোন ভাইরাস নয় পাপের প্রকোপে গড়া ভাগ্যের পরিহাস।
সিরিয়ান সেই ছোট্ট মেয়ের চিৎকার - আমি আল্লাহকে বলে দেব,
অনভিপ্রেত কত কালের নির্যাতন একটুও কী ভাবো?


অলিতে গলিতে কত বাসনার ললাটে কোমল প্রাণ গেল চলে,
জয়যাত্রা নয় হৃদয়ের পোষা হিংসার ছক পড়েছে শ্রষ্টার কবলে।
আর হিংসা, বিদ্বেষ, অত্যাচার নয় প্রভুর কাছে ক্ষমা চাও,
সময় এসেছে ধর্মের নাগপাশে হিংসাকে করো উধাও।
শুধরে নাও আপন হৃদয় সময় খুবই নাজেহাল,
ধর্ম সাথে রেখে মানুষ হও, ভুলে যাও হিসেবের গোলমাল।


----------------**********--------------