যন্ত্রণার দরজায় দাঁড়িয়ে সুখের অভিপ্রায়,
নীরব নিশিতে মৃত আত্মা, কে আর জাগায়!
ক্ষুধার্ত চিল আকাশের গায়ে প্রতিবিম্ব দেখে,
লালসার সুটক্যাস আর করুণ রাঙা চোখে।


চাঁদের বুকেও সেদিন দেখেছি কলঙ্কমাখা,
আপন-পর বেহিসেব শুধু কয়টি ছবি আঁকা।
কালবৈশাখী আর শীতাতপে আত্মা লীনপ্রায়,
নীরব নিশিতে মৃত আত্মা, কে আর জাগায়!


শীতের মরসুমে নদীর খোরাক যেমন বালুচর,
মমতা বিহীন মানুষ শুধু এক টুকরো পাথর।
অবহেলায় স্বয়ং দেবতারাও মাটিতে লুঠায়,
নীরব নিশিতে মৃত আত্মা, কে আর জাগায়!


ভোরের সোনালী সূর্য আর পথিক দেখে না,
দিন শেষে পথিকের একাকী পথের নিশানা।
সময়ের পালাবদলে একদিন পথিক শান্ত হবে,
পথিক পড়বে ঘুমে শুধু দুদণ্ড স্মৃতি বেঁচে রবে।


********"""""""""********