তুমি হিন্দু-মুসলিম হও, আমি মানুষ হবো ভাই,
ধর্ম বিভেদ করে, আমি সাম্য খোঁজে বেড়াই।
মানুষে ভালোবাসা নেই, তুমি রক্তে খুশি হবে?
তোমার ও বুকে স্রষ্টা নেই, একটা অসুর নীরবে।


মানুষকে ভালোবেসেছে যারা তাঁরা হয়েছে মহান,
ঘৃণা করেছে যারা তাঁরা কভু পায়নি আল্লাহ, ভগবান।
মানুষ হারিয়েছে পথ, স্রষ্টাও আজ ভীষণ অপমান,
তুমি মানুষ হও'নি, হয়েছো পিশাচ কিংবা শয়তান।


রক্তের বন্যা বহে, ধর্মের নামে পড়ে সহস্র লাশ,
অতঃপর কবর কিংবা চিতা, ধর্মটা আজ ঘৃণ্য ইতিহাস।
কেউ মারুক, কেউ মরুক এই তো ধর্মের কাহিনী?
সময় পাল্টেছে, আল্লাহ-ভগবান নিয়ে টানাটানি।


মানুষ করেছিল বিধি, কাঁদবে অপরের কান্নায়,
তুমি কি মানুষ হয়েছো? প্রশ্নটা ভীষণ ভাবায়!
যেদিন বিভেদ মুছে, গালাগালি গলাগলি হবে-
হয়তো সেদিন ধার্মিক নাইবা হলে, মানুষ তো হবে।


             ******""""*****
হাইলাকান্দি (আসাম-ভারত) ৭৮৮১৫৫