জীবনের সংজ্ঞা'টা খুঁজতে গিয়ে বেমালুম ভুলে গেলাম,
পৃথিবীর কি প্রয়োজন, আর আমিই বা কী দিলাম!
হয়তো আমার কোন চাওয়া নেই, তবে দেওয়ার পালা নিশ্চয়,
দেওয়ার হিসেব লিখা নেই, আভিজাত্য'টা যদি মানব পরিচয়!


আমার বাড়ি-গাড়ি কম নয়, তবে ওই অনাথ মেয়েটি কী পেল?
সে'সব হিসেবের সময় নেই, অহংকার আমায় করেছে কালো!
আমার মেয়ে তো মেয়ে, তবে কিনা ওই ভিখারির মেয়েটি মেয়ে নয়,
আমার ছেলেটি ডাক্তার হবে, তবে মজুরের ছেলেটি মজুর নিশ্চয়!


আমার জীবন সুখের, তবে কিনা মজুরের কষ্টটা অর্জিত
মৃত্যুটা মানবতার, সাথে বিবেক'টাও ভীষণ পরাজিত!
আমার শাসন'টা আইন, তবে গ্ৰামের বৃদ্ধের'টা বিশৃঙ্খল,
হয়তো খেটে খাওয়া মানুষ সে, তবে আমার সাথে আছে বাহুবল!


শ্রেষ্ঠত্বের সংগ্ৰাম‌ দিন প্রতিদিন, আমার তো হবে  জয়,
আমার প্রাসাদ, অট্টালিকা, কুটির তো শুধু তার পরিচয়!
আমি খাই পেট ভরে, তবে কখনও প্রতিবেশীর রাখিনি খবর,
সব যুদ্ধ রুদ্ধ হবে, পথ চেয়ে আছে শুধু চিতা কিংবা কবর!


************* *************