স্বপ্নরা আর কথা বলে না, বেঁচে আছে কিনা মৃত!
বিবেকেরও মৌনতা, আবেগ করে দেয় বারংবার প্রতিহত।
পাখিরা গান করে, তবে কেন জানি সুরটা অযাচিত,
গাছেরা ফল দেয়, তবে কিনা দূষিত বাতাস, জলে বেষ্টিত।
সহস্র মানুষের ভিড়, তব খোঁজা দায় সবাই আদৌ মৃত কিনা জীবন্ত,
রাজপথে কত ডাস্টবিন, হৃদয়ে তবু কত আবর্জনা সঞ্চিত!


সীমান্তে কত প্রহরী, তবু সম্পদ চুরির নেই অবশেষ,
কত আমির, বিত্তবান ভরপুর, তব কত শত ফকির, দরবেশ!
কত মন্দির, মসজিদ, দেবালয়, তবু লড়াইয়ের নেই ক্ষান্ত,
কত মহামানব আজকাল, তব মুখোশের ভেতর ঝঞ্জাট অবিশ্রান্ত।
কারো আহার্যের বাহার, কেউ কিনা আবার ক্ষুধায় মরে,
সংসার অঙ্গনে কত সুখ, তবে কেউ কেউ একা বুকে ব্যথা ধরে।


মম মানুষের কত বিভেদ, তব দিবাকর প্রতিদিন সুপ্রভাত জানায়,
জন্মে কত শিশু মানুষের ঘরে, জানি না কেন অমানুষ হয়ে বেড়ায়!
জানি না কেন এতো তফাৎ, আলোটাও অন্ধকার মনে হয়,
স্বপ্নরা মৃতপ্রায় আজ, যেথায় মানুষ অমানুষে নেই পরিচয়!
************ **********