বাবরি মোদের ক্ষমা করে দিও বিবেকটা ঘুমন্ত,
ধর্ম অধর্মের লড়াইয়ে তুমি দ্বিধাহীন পরাজিত!
বুকে কোন ক্ষত চিহ্ন কিংবা মান অভিমান নেই,
দেশ ভক্তির তরে তুমি ছাড়া কাকে বলো দিই!
বুকের যন্ত্রনাটা দিয়েছি কবর, কতই বলিদান,
মসজিদ নয় মন্দির, তবু মোদের ভারত মহান!


পবিত্র মুনি ঋষির ভূমি, রক্তের প্লাবনে স্বাধীন,
নিয়তির পরিহাস মেনে নেওয়া, তবু বড্ড কঠিন।
রাম নয় স্বয়ং, রামের আদর্শের কতই না ভক্ত,
হয়তোবা এহেন কর্মে রাম'ও ভীষণ লজ্জিত!
জানি বাবরি ক্ষমা করবে না, মোরা বড্ড অসহায়,
তোমাকে দিতে পারিনি কিছু, বুকটা পুড়ে ভীষণ লজ্জায়!


তোমাকে বাঁচাতে কত রক্ত, তবু কেন ধন্য মনে হয়,
শ্রেষ্ঠ ভারত, একটি উপাসনালয় ভেঙ্গে আরও একটি উপাসনালয়!
জানি না সে ধর্মের ডাক কোন দেবতা মেনে নেবে কিনা?
ক্ষমতার লড়াই ধর্মটা পরাজিত তবু কতই বাহানা!
এ লজ্জায় আর কত দিন দিন বিবেক হবে অপমান?
শাবাশ! তবুও গর্বিত, মোদের ভারত কতই মহান!


******************"******************