সত্যি কবিরা প্রেমী হয়!
কবিরা যখন সাগর নদীর তীরে দাঁড়িয়ে থাকে তখন একটি-
নিস্পন্দ প্রাণীর মনে প্রেম জেগে উঠে, আর সেখান থেকেই কবিতার সূত্রপাত।
সাধারণ মানুষ যেমন চন্দ্রের আলো দেখে মন উজাড় করে,
কবিরা কিন্তু ঠিক সেভাবে চন্দ্রকে উপভোগ করে না- মাঝে মাঝে চন্দ্রটাও কবিদের প্রেমে পড়ে।
সত্যি কবিরা প্রেমী হয়!


কবিরা যখন রাস্তায় হাঁটে কিংবা রাতের নিস্তব্ধতা বিরাজ করে পাড়ায় পাড়ায়,
কবিরা তখন শব্দের সাথে আলিঙ্গন করে।
মাঝে মাঝে কবিরা তাদের প্রেমিকার ছবিও কবিতায় আঁকে,
পৃথিবীর মানুষ যখন স্বার্থের মোহে নিজেকে হারিয়ে ফেলে-
তখন কবিরা কিন্তু হৃদয় শিথিল করে প্রেম নিবেদন করে।
সত্যি কবিরা প্রেমী হয়!


কবিরা কখনও শব্দের সাথে আপোষ করে না,
সমাজে ধর্ষিতা মেয়েটি যখন সমাজ বহির্ভূত প্রাণি হয়ে যায়-
যখন ঘরবাড়ি ত্যাগ করে নিজের কপাল ঠুকে জন্ম নেওয়াটাই পাপ মনে করে,
তখন কবিরা তার একাকিত্ব গোছানোর প্রাণপণ চেষ্টা করে।
সত্যি কবিরা প্রেমী হয়!


কবিদের জীবন বড্ড লাঞ্ছনার শিকার,
কখনও বা তাদেরকে সমাজ বহির্জগতের জীব বলে স্বীকৃতি দেয়-
আবার কখনও তাদের শব্দের সাথে সমীহ করতে করতে জীবন পার হয়ে যায়।
কবিরা প্রেম করতে খুব ভালোবাসে,
কখনও পাহাড় থেকে নেমে আসা ঝর্না, কখনও রাতের আঁধার, কখনও বৃক্ষ তরুলতা এই সবকিছুর প্রেমে একমাত্র কবিরাই পড়ে।
সত্যি কবিরা প্রেমী হয়।


*********** **************