নিজেকে খোঁজার প্রয়াস নীরব কবিতায়,
হারানোর স্মৃতি আর পাওয়ার কল্পনায়।
পৃথিবীর বাঁকা পথে অলক্ষ্য দিশা করে,
গভীর নিশায় ছুটি দুদণ্ড সুখ বুকে ধরে।


তাজমহল নয় ছোট্ট কুটির রেখেছি ভেবে,
কোনো খেয়ালি ঋতুতে প্রেম সমাধি হবে।
কোনো দর্শকের সেথায় হবে না সমাবেশ,
পড়ে রবে দুদণ্ড স্মৃতি আর প্রণয়াবশেষ।


চাঁদ তারারা যেমন খেলা করে মহাশূন্যে,
কিছু বেদনায় কুঁড়ে নিয়েছি জীবনের মানে।
চাঁদের আকাশে যেমন শুকতারা চোখে পড়ে-
কিছু জীবন নিতান্ত হোক নিস্তব্ধতার সমাহারে।


উপন্যাস হয়নি শেষ, আজও রয়েছে বাকি,
কলম বলে না কথা শব্দেরা দিয়েছে ফাঁকি।
নিকষ আঁধারে আজ তারারা সাক্ষী থাকুক,
শত নীরব আঘাতে পথিকের বিদায় হোক।


********""""""""""""""""''*******