জীবনের প্রতি কোনো অভিযোগ নেই আমার,
আমৃত্যু সুন্দর পৃথিবী; আমার চাহনি বারংবার।
বারুদের গন্ধ আর মিসাইলে একক যে সভ্যতা-
বলো কীসে মুছে দেই মানুষের নীরব কাতরতা!


সভ্যতার ইতিহাস নির্দয়, নির্বাক পশু খাঁচায় পুরে,
সহস্র নির্বোধ নরখাদক আজ সমাজে বাস করে।
রাস্তার ডাস্টবিন পরিস্কার করে পরিবেশ সাজাই,
অন্তরে হিংসা ভরে বলো মানুষ কীরূপে হই ভাই?


মানুষের রক্তে মানুষ স্নান করে স্রষ্টার ভজন করে,
হিসেব নেই কতো মানুষ আজও মরছে অনাহারে!
ধর্মের নামে গণধোলাই, কতো কবর-চিতা জ্বলে,
কী দোষ বলো মানুষ রূপে জন্ম নিয়ে মানুষ হলে?


পৃথিবীর প্রান্তরে মানুষের কান্না, সভ্যতার নীরবতা-
মানুষ আধুনিক হয়েছে, বাকরুদ্ধ আজ মানবতা।
মানুষের কান্না চৌদিকে,  হৃদয়ে ভীষণ ব্যথা করে,
মানুষের তরে কেঁদে নেই, হয়তো কাল যাবোই মরে।


*****''''''''''*****