নিজেকে আড়াল করেছি বহু আগে, যেন নীড় হারা পাখি,
আঁধার নেমেছে পথে আলোর দিশা নেই, শুধু প্রাণটাই বাকি।
ইচ্ছা অনিচ্ছার বেড়া নেই, রক্তাক্ত পৃথিবী আজ বাঁচার স্বপ্ন,
পৈশাচিক আঘাত ধরেছি বুকে, হয়তো এখনও শুকোয়নি চিহ্ন।
স্বপ্নরা ডানা মেলে রাতের আকাশে, জ্যোৎস্নার স্নিগ্ধতায়-
প্রভাতে চোখ রাঙিয়ে উঠে, স্বপ্নরা আপন পথেই হারায়।


সুখ দুঃখের আলিঙ্গনে বেঁচে থাকা, জীবন আপন গতি বদলায়,
চেনা অচেনার ভিড়ে পরিচয় বিভীষণ, অলি-গলি পূর্ণ মেকি কান্নায়।
কত আঁকড়ে ধরা হাত ক্ষান্ত হয়েছে, ভুলি সেথা কেমন করে?
অল্প ভালোবাসা বেঁচে ছিল, অবশেষে চাঁপা দিলো ঘৃণার চাদরে।
ক্ষণিক আলোর আশায় পেতেছি বুক, নববর্ষের সূচনায়,
আবারও কিছু আপন হারাবে গিরগিটি যেমন রূপ বদলায়।


কত স্বপ্নে গড়া নীড়, হয়তো আবারও কালবৈশাখী ভেঙ্গে দেবে,
ভবঘুরে পাখিটা আবারও বাঁচার লড়াইয়ে কিছুদিন বেঁচে রবে।
বেদনার আঘাত আর সহিংসতা করেছে বহু পূর্বে আপন,
অত্যাচার আর তপ্ত আঘাতের মিশ্রণে না জানি কখন থামবে জীবন।
**************** *************
হাইলাকান্দি (আসাম-ভারত) ৭৮৮১৫৫