আমি হয়তো মরেই গেছি, বেঁচে আছে কায়া,
পৃথিবীর ছলনা বুকে ধরেছি আজ আপন করে।
চন্দ্রের পাশে যেমন লাঞ্চিত তারারা ছড়িয়ে রয়,
আমিও হারিয়েছি তেমন এক নির্লজ্জ শহরে।


মানুষ খোঁজেছি, সাথে খোঁজেছি ভালোবাসা,
বারংবার ফিরে এসেছি নিরাশ হয়ে খালি হাতে।
এখানে মা-বোন লাঞ্চিত হয়, মরতেও দেখেছি,
বিচার হতে দেখিনি কিংবা দেখিনি মানুষ হতে।


নিজেকে বাঁচানোর স্বাধীনতা পাইনি আজও-
দুর্ভাগা পথিক একটা সুন্দর পৃথিবীর আহ্বানে।
পাতা ঝরে গেছে উদ্ভিদের মতোই ঋতু বসন্তে,
মরেও আবার মরেছি, শত আঘাত এক জীবনে।


নিজেকে রচার প্রয়াস নেই, যমের অপেক্ষায়-
মরার ভিড়ে একটি জীবন বিদায় হতে চায়।
পৃথিবী তুমিও হয়তো ধ্বংস হবে খুব অচিরেই,
যতোদিন কাটে কাটুক এই অদ্ভুত এক ছলনায়।


*********"""""""""***********