আমার কাছে শুধু আমিটা, অবশিষ্ট কিছু নেই আর,
একজোড়া অপরিচিত কাতর আঁখি সেই কবেকার।
বুকের বাঁ-পাশ একটা মরুভূমি, যদি দুফোঁটা বৃষ্টি হয়,
গজাবে কচি পাতা আবার, যদি কভু মাটির মমতা হয়।


নীরব অপরিচিত পটে দাঁড়িয়ে একটা বৃক্ষ প্রাণ বিহীন-
ভীষণ কাতরায় কতোটা যুগ ধরে যদি হয় একটা সুদিন।
কালবৈশাখী  ছিঁড়েছে বারংবার  কতো শাখা-প্রশাখা,
হিসেব নেওয়ার পালা শেষ শুধু গুটিকয়েক শূন্য আঁকা।


সময়ের পালাবদলে বদলে গেছে একটা অখণ্ড মানচিত্র,
সাধ নেই সে মেলাবার শুধু সাক্ষী থাকুক কয়েকটা রাত্র।
ভুলে যাই পরিচিত পথ, ভুলে যাওয়াই আজ উপসংহার,
হিসেব মিলেনি কভু, ইচ্ছে নেই আজ আর সূত্র খোঁজার।


হারিয়ে যাওয়া পরিজন আর অম্লান থাকুক কিছু স্মৃতি,
আবার সময় যদি খোঁজে কভু সেই অপরিচিত অতিথি।
জবাব দেবে হয়তো পৃথিবী, পথিকের ঘুচিয়ে গেছে কাল,
একটা প্রাণ মরে গেছে সাক্ষী হবে আবার নতুন সকাল।


******** ********** *********