মনে হয় কভু মানুষ খুঁজি, তবে হিসেবটা কঠিন,
মুখোশের আড়ালে শুধু অসুর বাড়ছে দ্বিধাহীন।
মানবের প্রতিবাদী সত্তা আজ মরে শুষ্কতায়,
স্বার্থের সাগরে ডুবন্ত সমাজ, মানুষ চেনাটা দায়!
মাঝে মাঝে শুনি কোথাও প্রতিবাদী চিৎকার,
মুখোশের কোলাহলে পর্যবসিত মানুষের হাহাকার।


অনেক বিচার দিয়েছি এই পৃথিবীতে স্বমহিমায়,
আক্ষেপ নিয়েছি বুকে শুধু বিচারের অপেক্ষায়।
রাস্তায় পড়ে থাকতে দেখেছি কত বিবর্ণ দেহ,
ওরা গ্ৰাস করেনি অন্যের আহার, তাই দেখেনি কেহ!
রাস্তার ভিখারিটা হয়তো কেউ নেয় নি কাছে,
তবু কারো করেনি ক্ষতি নির্বিবাদে একাই বাঁচে।


অনুশোচনা নেই আর, পৃথিবীটা যদি ধ্বংস হয়,
যেখানে মানুষ আর অমানুষের নেই পরিচয়।
কখনও কল্পনায় যাকে মানুষ ভেবে ঝাপটে ধরি,
মানুষের মতো তবু তার হৃদয় মহা অত্যাচারি!
মুখোশের ভিড় মানুষ খুঁজতে আজ ক্লান্তি ভীষণ,
ধ্বংসের আবহ খুব শীঘ্রই ধরণীতে হবে আগমন।


************* **************